উত্তরদিনাজপুর

প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে, উত্তেজনা ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায়

কন্যা সন্তান প্রসবের পর প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় উত্তেজনা ছড়ালো বুধবার। জানা গিয়েছে, ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা লিটন চন্দ্র দাস তাঁর স্ত্রী নন্দিতা দাসকে প্রসব যন্ত্রনা নিয়ে ইসলামপুরের একটি বেসরকারী নার্সিং হোমে মঙ্গলবার দুপুর নাগাদ ভর্তি করেন। বিকাল ৫টা নাগাদ ওই প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু রাতে ওই প্রসূতির অত্যধিক রক্ত ক্ষরণ হতে থাকলে তাঁকে রক্ত দেওয়ার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সকাল হতেই ঘটনা জানতে পেরে নন্দিতা দাসের মৃত্যুতে তাঁর স্বামী ও শশুর বাড়ির লোকেদের অভিযুক্ত করে মেয়ের পরিবারের লোকজন। শ্রীকৃষ্ণপুরে লিটন চন্দ্র দাসের বাড়িতে চড়াও হয়ে লিটন ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে মেয়ের পরিবার বলে অভিযোগ। এছাড়াও ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ লিটন চন্দ্র দাস সহ তিনজনকে আটক করে। যদিও বাড়িতে হামলা ও মারধরের বিষয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন লিটন দাস। প্রসূতির মৃতদেহটি ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিষয়ে মৃত ওই গৃহবধূর পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, রাতে তারা জানতে পারেন মেয়ের সন্তান হয়েছে। এরপর পরেই তারা খবর পান মেয়ের রক্তক্ষরণ শুরু হয়েছে। কিন্তু তাদের যোগাযোগের আসুবিধা থাকায় তারা আসতে পারেননি। কিন্তু এর পরেই তারা জানতে পারেন মেয়ে মারা গেছে। এই নিয়ে তাদের দু পক্ষের বিবাদ হয়। তাই তারা থানার দ্বারস্থ হয়েছেন।